

এ দিন ঠাকুরনগরের সভা থেকেই অমিত শাহ ঘোষণা করেন, করোনার টিকাকরণের কাজ শেষ হলেই সিএএ কার্যকর করে মতুয়া এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷


এ দিন ঠাকুরনগরের সভা থেকেই অমিত শাহ ঘোষণা করেন, করোনার টিকাকরণের কাজ শেষ হলেই সিএএ কার্যকর করে মতুয়া এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে মতুয়া, শরণার্থী এবং নমঃশূদ্রদের শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগারের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে৷ অমিত শাহ আরও ঘোষণা করেন, রাজ্যে ক্ষমতায় এলে মতুয়াদের দলপতিদের জন্য পেনশনও চালু করা হবে৷


অমিত শাহ আরও প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও প্রতিশ্রুতি, মতুয়া সম্প্রদায়ের সম্মানে ঠাকুরনগর রেল স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর রেল স্টেশন করা হবে৷ অমিত শাহ অভিযোগ করেন, রাজ্য সরকারের আপত্তিতেই স্টেশনের নাম বদল করা যাচ্ছে না৷ তাই রাজ্যে ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে৷