অনুব্রতর গড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সারাদিন কোথায়, কী কর্মসূচি-মধ্যাহ্নভোজের মেনু, একনজরে...
সকাল ১০.৫০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত বোলপুরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।


*সকাল ১০.১০: কলকাতার পাঁচতারা হোটেল থেকে কলকাতা বমানবন্দরের উদ্দেশ্যে রওনা। ১২:২০ মিনিটে তাঁর কপ্টার ওড়ার কথা থাকলে তার থেকে কিছুক্ষণ পরেই রওনা দেন বোলপুরের উদ্দেশ্যে। চপারে তাঁর সঙ্গে এসেছেন দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেনন।


*সকাল ১১.৪০: বিশ্বভারতীর অস্থায়ী হেলিপ্যাডে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। রবীন্দ্র ভবন, উপাসনা মন্দির, সংগীত ভবনে যাবেন তিনি। বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


*দুপুর ১২.৩০: শ্যামবাটিতে শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ। এক্কেবারে বাঙালি খাবার খাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাটির থালায় পরিবেশন করা হবে ভাত, ডাল, পালং শাক, বেগুনভাজা, পটল্ভাজা, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের পায়েস।


বিকেল ৪: বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে রোড শো শুরু হয়ে শেষ হবে চৌরাস্তায়। পদযাত্রায় অমিত শাহের সঙ্গে থাকার কথা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই জল ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে রাস্তা। ৬০টি CCTV ক্যামেরায় ঘরে ফেলা হয়েছে ১ কিলোমিটারের যাত্রাপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহের কাটআউটে চেয়ে গিয়েছে রাস্তা। পাশাপাশি বেলুনের তোড়ন করা হয়েছেকেন্দ্রীয় মন্ত্রীকে অভিবাদন জানাতে।