

আজ গঙ্গাসাগরে পৌঁছলেন অমিত শাহ। গঙ্গাসাগরে পরিবর্তন যাত্রায় এসে বাংলার পবিত্র এই তীর্থভূমিকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানোর আশ্বাস দিলেন অমিত শাহ। তাঁর দাবি, এবার নির্বাচনে পালাবদল হবেই। সরকারি কর্মী থেকে মৎস্যজীবী, নানা প্রকল্পের প্রতিশ্রুতি থাকল শাহের মুখে।


গঙ্গাাসাগরের জলে পা ডুবিয়ে মনকে শান্তি ও ভক্তিতে ভরিয়ে তুললেন তিনি। গঙ্গাসাগর মেলাকে অন্য ভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিতি দিয়েছেন।


এই ছবি তিনি ট্যুইটারে শেয়অর করে লিখলেন, সনাতন ধর্মের সাক্ষী এই গঙ্গাসাগরে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মা গঙ্গা হিমালয় থেকে জন্ম নিয়ে সারা দেশে জুড়ে বহু প্রাণকে বাঁচিয়ে রেখেছেন। এই সাগরেই এসে মিলছে মা গঙ্গা। এখানে এসে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয় মনে, দেশের ও মানুষের সেবার জন্য নতুন করে শক্তি পাওয়া যায়।


কপিলমুনির আশ্রমে তাঁকে টিকা লাগিয়ে বরণ করা হল। এখানে আসতে পেরে তাঁর মন শুদ্ধ হয়ে গিয়েছে। এ কথা জানালেন শাহ।


তিনি ট্যুইটারে লিখলেন, "এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের,যে আজ গঙ্গাসাগরের এই পবিত্র ভূমিতে অনন্ত কাল থেকে স্থিত এই কপিলমুনির আশ্রমে আসতে পেরেছি।" তিনি আরও লেখেন, "কপিলমুনির এই মন্দির বহু শতাব্দী ধরে আধ্যাত্মিক ও প্রকৃতি রক্ষার প্রতীকস্বরূপ। এর সাথে আমাদের আস্থা জড়িয়ে আছে,প্রত্যেকের অন্তত একবার এখানে অবশ্যই আসা উচিত।"