রাজনগরের ঢাকা গ্রামের বাসিন্দা দয়াময় মন্ডল জানান তাদের বাড়ির একটি ছাগল অন্যান্য দিনের মতো গ্রামের পাশের মাঠে চরাতে যায় । কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও ছাগলটি বাড়ি না ফেরায় তিনি খোঁজ শুরু করেন। এরপর গ্রামের পাশে একটি সিসালের জঙ্গলে কাছে যেতেই তার চোখ ছানাবড়া হয়ে ওঠে। ছবি ও তথ্য সুপ্রতীম দাস
দয়াময় দেখেন তার সাদা রঙয়ের ওই ছাগলটিকে একটি বিশাল আকারের অজগর জড়িয়ে পেঁচিয়ে রেখেছে। তিনি চেঁচামেচি শুরু করতে স্থানীয় লোকজন সেখানে হাজির হয়। তারা ছাগলটিকে ছাড়ানোর চেষ্টা করেন এবং অজগরটি ভয় পেয়ে ছাগলটিকে ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। ততক্ষণে দয়াময়ের এই ছাগলটি মারা গিয়েছে। ছবি ও তথ্য সুপ্রতীম দাস
দয়াময় জানান দিন দশেক আগেও ঠিক এই ধরণেরই একটা ঘটনা ঘটে । এই জঙ্গলেই একটি আকারে ছোট অজগর একটি ছাগলকে ধরেছিল। সেবারও অজগরটি ছাগলটিকে খাবার উপক্রম করতেই গ্রামবাসীদের চেষ্টায় তাড়া খেয়ে অজগরটি জঙ্গলে ঢুকে যায়। তবে গ্রামের পাশে এইভাবে অজগর সাপ থাকায় আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। ছবি ও তথ্য সুপ্রতীম দাস