

দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ দেশের ১৭০টি জেলাকে করোনা হটস্পটের তালিকায় রাখা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি জেলাও ৷ Photo Courtesy: ANI


লকডাউনে এখন জরুরী সামগ্রীর দোকান এবং জরুরী পরিষেবা বাদে সবই বন্ধ ৷ যে কোনওধরণের অনুষ্ঠান, যেখানে লোকসমাগম হবে, এমন সবকিছুই এখন বন্ধের তালিকাতেই পড়ে ৷ তা সত্ত্বেও লকডাউনের নিয়ম অনেকেই লঙ্ঘন করছেন বলে অভিযোগ আসছে দেশের বিভিন্ন প্রান্তেই ৷ Photo Courtesy: ANI


সম্প্রতি দেখা গেল, লকডাউনের মধ্যেই একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে খড়গপুরের একটি পরিবার ৷ Photo Courtesy: ANI


পাত্র-পাত্রীর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় ৷ মাস্ক পরেই বিয়ে করেন ওই যুগল ৷ তবে শুধু বিয়েই নয়, একটি মহৎ কাজও এদিন করেছেন তাঁরা ৷ সেটা হল স্থানীয় একটি ক্লাবকে তাঁরা ৩১০০০ টাকা দান করেন শহরের অসহায় মানুষরদের খাদ্য-সামগ্রী জোগাড়ের জন্য ৷ সেই ব্যবস্থাও করা হয় এদিন ৷ Photo Courtesy: ANI