

বিশাল জাহাজের মতো দেখতে দুলর্ভ চিলশঙ্কর মাছ ঘিরে দিঘা সরগরম৷ এই বিরল প্রজাতির মাছটি উঠেছেও বিশাল আকৃতির৷ প্রায় ৮০০ কিলোগ্রাম ওজনের এই মাছ জেলেদের জালে ওঠে৷ এই মাছ বিক্রি হয় হাজার -হাজার টাকায় ৷ Photo- Representative


এই করোনা পরিস্থিতিতেও এই বিশালকৃতি মাছের খবর হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ে৷ মাছ দেখতে মানুষজন ভিড় জমান৷ জালে আটকে যাওয়ার পরে এত বড় আকৃতি হওয়ায় মাছটি নড়াচড়াও করতে পারছিল না৷ এই মাছটি ধরতে পারায় তখন মৎসজীবীরা দারুণ খুশি হয়েছিল৷Photo- Representative


লকডাউনের মধ্যে মৎসজীবীদের জন্য এই মাছ লটারি হিসেবে দেখা হচ্ছে৷ এই মাছের আসলে অনেক গুণ৷ চিলশঙ্কর মাছের হাড় দিয়ে ওষুধ তৈরি হয়৷ এদিকে বাকি অংশ খাওয়ার জন্য ব্যবহার হয়৷Photo- Representative


পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের প্রধান নির্দেশক পিনাকী রঞ্জন কর জানিয়েছেন , ‘মাছের ওজন প্রায় ৮০০ কেজি৷ মাছটি মৎসজীবীরা দিঘার কাছে ওড়িশার উদয়পুর থেকে ৮ কিলোমিটার দূরে ধরে৷ তিনি আরও জানিয়েছেন মৎসজীবীরা যখন মাছটি ধরে তখন সকলে এর আকার দেখে চমকে গিয়েছিলেন৷ এটাকে শঙ্কর মাছ বলা হয় আর এটা প্রায় হাতির মতো হয়৷ এই মাছটি ৮ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া ছিল৷ ’ তিনি জানিয়েছেন এই ধরণের মাছ দিঘায় আগেও ধরা পড়েছিল৷ তবে এবারের মাছটি সবচেয়ে বড়৷Photo- Representative