পূর্ব মেদিনীপুরের এগরার পানিপারুলে ডাম্পার ও ট্যুরিস্ট বাসের সংঘর্ষে একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ১৬ জন পর্যটক। আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে লরির খালাসির। পুলিশ জানিয়েছে, মৃত ওই খালাসির নাম মনোজ বারিক। এই দুর্ঘটনাটির ভিডিও মিলেছে সিসিটিভি ফুটেজ থেকেও। পুলিশ সূত্রের খবর, ভোররাতে লরিটি মাল আনলোড করার জন্য রাস্তার পাশে গাড়িটি দাঁড় করাচ্ছিল। ওই সময়ই উল্টো দিক থেকে এসে পড়ে ট্যুরিস্ট বাসটি! প্রবল জোরে পেছন থেকে লরিটিকে ধাক্কা মারে ওই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় খালাসির। এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এলাকা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও।Input: Sujit Bhowmik