দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার সকালে এটি নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোকা’। আর এই নামকরণ করেছে ইয়েমেন। অধিকাংশ মডেল এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূল বলে জানালেও ভারতের মৌসম ভবন এখনও তার গতিপথ সুনিশ্চিত করেনি।
পাশাপাশি জেলার সবকটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনিক আধিকরিকরা ঘুরে দেখছেন। আশ্রয়কেন্দ্রগুলিতে পানীয়জল, বিদ্যুৎ পরিষেবা ঠিকমতো কাজ করছে কি না তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া প্রাইমারি ও হাইস্কুল চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে মানুষকে দ্রুত সরিয়ে আনা হবে। প্রতিটি ব্লকে ত্রাণ, পানীয় জল মজুত রাখতে বলা হয়েছে।