মঙ্গলবার বৃষ্টির সম্ভবনা নেই। রোদঝলমলে আকাশ থাকবে এই কয়েকদিন। ভোররাতে ঠান্ডার অনুভূতি হচ্ছে এখানে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই অনুভূতি কমছে। তবে বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কুয়াশার জেরে সকালের দিকে একটু অসুবিধা হতে পারে ভেসেল যাত্রীদের। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫%। ফলে পরিবেশ অনেকটাই শুষ্ক থাকবে। তবে কয়েকদিনের মধ্যেই এই পরিস্থিতির বদল ঘটবে।