বসে আঁকো প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের নিয়ে নদী ভ্রমণের বের হন বনকর্তারা। ছাত্রছাত্রীরা নদীর পাড়ে গিয়ে সকলকে এই দিনটির গুরুত্ব এবং নদীর সংরক্ষণের উপায় ব্যাখ্যা করে। প্লাস্টিক কীভাবে সুন্দরবনের ক্ষতি করছে, এখানকার নদীগুলিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাও তুলে ধরা হয়। জেলে ও পর্যটকদের প্লাস্টিক ব্যবহার করতে নিষেধ করে তারা।