জয়নগরে 'হোক কবাডির' আসর। মাসভর মাঠ দাপালেন মহিলা কাবাডি প্লেয়াররা। সেই খেলা দেখতে ভিড় করল এলাকার মানুষ
2/ 8
১১ টি দলের ১৬০ জন কিশোরীকে নিয়ে জানুয়ারি মাসে এই কবাডি প্রতিযোগিতা শুরু হয়েছিল
3/ 8
জয়নগরের অরুণনগর হাইস্কুলের মাঠে গোটা মাস জুড়ে কবাডি প্রতিযোগিতা হয়। যার নাম দেওয়া হয় 'হোক কবাডি'
4/ 8
এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেয়েদের আরও তুলে ধরতে এই কবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়। এখানে শুধুমাত্র কিশোরীরাই অংশ নিয়েছে
5/ 8
কবাডি প্রতিযোগিতার ফাইনালে রায়নগর গ্রামকে হারিয়ে জয়ী হয় অরুননগর গ্রাম। ফাইনাল ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মত।
6/ 8
দক্ষিণ ২৪ পরগনায় বাল্যবিবাহ, নারী পাচারের মত ঘটনা ব্যাপকভাবে ঘটছে। এর বিরুদ্ধে মেয়েরা নিজেরাই যাতে রুখে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটি এই বিশেষ উদ্যোগ নিয়েছে
7/ 8
লিঙ্গ বৈষম্য আজও আমাদের সমাজকে ব্যাধির মত কুরে কুরে খাচ্ছে। সেখানে এই পুরুষ শাসিত সমাজের বুকে দাঁড়িয়ে ১৬০ জন কিশোরীর এইভাবে দাপিয়ে কবাডি খেলা যথেষ্ট দৃঢ়তার পরিচয় দেয়
8/ 8
দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রামে গ্রামে কবাডি খেলার চল অনেকটাই বেড়েছে। এলাকার মানুষের মত, স্কুলগুলি যদি এই বিষয়ে আরও এগিয়ে আসে তবে কাবাডি খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে
দক্ষিণ ২৪ পরগনায় বাল্যবিবাহ, নারী পাচারের মত ঘটনা ব্যাপকভাবে ঘটছে। এর বিরুদ্ধে মেয়েরা নিজেরাই যাতে রুখে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটি এই বিশেষ উদ্যোগ নিয়েছে
লিঙ্গ বৈষম্য আজও আমাদের সমাজকে ব্যাধির মত কুরে কুরে খাচ্ছে। সেখানে এই পুরুষ শাসিত সমাজের বুকে দাঁড়িয়ে ১৬০ জন কিশোরীর এইভাবে দাপিয়ে কবাডি খেলা যথেষ্ট দৃঢ়তার পরিচয় দেয়
দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রামে গ্রামে কবাডি খেলার চল অনেকটাই বেড়েছে। এলাকার মানুষের মত, স্কুলগুলি যদি এই বিষয়ে আরও এগিয়ে আসে তবে কাবাডি খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে