

পাঁচ দিনের আনন্দ শেষ ৷ এবার দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে মর্তের বাপের বাড়ি থেকে কৈলাশের উদ্দেশে রওনা হলেন ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শনিবার দশমীর দিনই প্রতিমা বিসর্জন সেরে ফেলা হয়েছে ৷ বিসর্জনের আগে বারোয়ারি পুজোর মণ্ডপ থেকে শুরু করে পুজোর বাড়ির ঠাকুরদালানে সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে ৷ সিঁদুর খেলার জন্য কলকাতার একটি জায়গা বরাবরই ‘হট ফেভারিট’ ৷ সেই মণ্ডপের নামটা অনুমান করাও খুব একটা কঠিন কাজ নয় ৷ হ্যাঁ ঠিক ধরেছেন, উত্তর কলকাতার ৯৯ বছরের পুরোনো বারোয়ারি পুজো বাগবাজার সর্বজনীন ৷ Photo: Siddhartha Sarkar


পুজোর পাঁচটা দিনই এই মণ্ডপে জমজমাট সব আয়োজন থাকে ৷ কিন্তু দশমীর দিন যেন এই পুজোর গুরুত্বই আলাদা ৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সকাল থেকেই মেসেজ চালাচালি শুরু হয়ে যায়, ‘‘কী রে বাগবাজার যাচ্ছিস তো ?’’ Photo: Siddhartha Sarkar


দশমীর দিন কেন এই পুজোর আলাদা গুরুত্ব, সেটা মণ্ডপে প্রবেশ করলেই বোঝা যাবে ৷ লাল-পাড় সাদা শাড়ি পরে বরণের ডালা হাতে লাইনে দাঁড়িয়ে অসংখ্য মহিলা ৷ কিন্তু সিঁদুর খেলার জন্য শুধুই কি সধবাদের ভিড় সেখানে ? বাঙালির ট্র্যাডিশনাল সাজে কম বয়সী মেয়েদের ভিড়ই যে বেশি চোখে পড়বে ! Photo: Siddhartha Sarkar


মণ্ডপের আশপাশেই তাই থিকথিক করছে ফটোগ্রাফারদের ভিড় ৷ প্রত্যেকেই ব্যস্ত পোজ দিতে ৷ চট করে দেখলে মনে হবে কোনও ফ্যাশন শো দেখতে এসেছেন ৷Photo: Siddhartha Sarkar


দুর্গাকে ধান, দুর্বা, পান, সিঁদুর, মিষ্টি দিয়ে বিদায় জানানোর পাশাপাশি এবারের পুজোর শেষ ফটোশ্যুটটাও এখানে সেরে ফেললে ক্ষতি কি ! Photo: Siddhartha Sarkar