

বছরের শেষে YouTube থেকে সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যাক্তিদের নাম প্রকাশ করল জনপ্রিয় মার্কিন বাণিজ্যিক পত্রিকা Forbes। এই তালিকায় এক নম্বর স্থান পেয়েছেন ৭ বছরের রায়ান। (Photo collected)


নিজের YouTube চ্যানেলে ছোটদের খেলনা রিভিউ করেন রায়ান। YouTube এ রায়ানের চ্যানেলের নাম Ryan Toys Review। (Photo collected)


2017 সালের জুন মাস থেকে 2018 সালের মে মাস পর্যন্ত YouTube থেকে ২২ মিলিয়ান মার্কিন ডলার (১৫৪.৮৪ কোটি টাকা) রোজগার করেছেন তিনি। (Photo collected)


ইন্টারনেটে খুবই পরিচিত মুখগুলোর একটি হওয়া সত্ত্বেও রায়ানের পরিচয় নিয়ে রয়েছে ব্যাপক রহস্য। তার নামের শেষাংশ কি, রায়ান কোথায় থাকে, কেউ জানে না। (Photo collected)


রায়ানের বাবা-মা মাত্র অল্প কয়েকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। একটি সাক্ষাৎকারে রায়ানের মা দাবি করেছেন যে যখন তার ছেলের বয়স মাত্র তিন বছর, তখন এই ইউটিউব চ্যানেল করার আইডিয়া রায়ানই দিয়েছিল। (Photo collected)