উত্তরবঙ্গের সব জেলাতেই ২৭ মে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
আগামী দু-তিন ঝড় বৃষ্টি হতে পারে জেলায় বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
বিগত বেশ কিছুদিনের মাত্রাতিরিক্ত গরমের কারণে নাকাল দশা হয়েছিল সমগ্র রাজ্যের মানুষদের। তার থেকে অনেকটাই রেহাই পেয়েছে তারা। আগামী আরও কিছুদিন স্বস্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
শমিষ্ঠা ব্যানার্জি