হাওয়া অফিস জানিয়েছে আগামী তিনদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দার্জিলিং ও কালিম্পং এছাড়াও দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম সহ আরও বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে। কিছুটা হলেও স্বস্তি পাবে জেলার মানুষেরা।
তীব্র গরমের দাপটে নাকাল অবস্থা হয়েছিল পুরুলিয়া জেলার মানুষদের। তার উপর তাপপ্রবাহের সতর্কতা জারি থাকায় চিন্তার ভাঁজ পড়েছিল জেলার মানুষদের মনে। চলতি সপ্তাহতে কিছুটা হলেও তীব্র গরমের হাত থেকে রেহাই পেয়েছে জেলার মানুষেরা। শুক্রবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে রাজ্যের বিভিন্ন জেলায়।
প্রতিবেদন- শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়