গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিকেলের পর ঝড় বৃষ্টি শুরু হচ্ছে৷ আজও সেই সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস৷
হাওয়া অফিসের পূর্বভাস, আজ দুপুরের পরই বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে৷
.আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷
বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলেও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস৷
তবে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হলেও প্রবল গরম থেকে অবশ্য রেহাই মিলছে না৷ তবে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে খানিক স্বস্তি পাওয়া যাচ্ছে৷
...