প্রতিনিয়তই ভোল বদল করছে প্রকৃতি। কখনও রোদ, কখনও বৃষ্টি! চৈত্রের শেষে তীব্র গরমের দাবদাহে অতিষ্ট হয়ে পড়েছিল গোটা রাজ্য। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছিল। অবশেষে এল বৃষ্টি। কোথাও কালবৈশাখী, কোথাও শিলাবৃষ্টিতে ভিজল রাজ্য। গত কিছুদিনে অনেকটাই স্বস্তিতে বঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ সপ্তাহে প্রবল গরমের আশঙ্কা থাকছে না। আগামী বেশ কিছুদিন এই ভাবেই চলবে ঝড়-বৃষ্টি। প্রতিবেদন-- শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা - সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী দু-দিনের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সবক'টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। একইভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।