#পুরুলিয়া : তাপমাত্রার পারদ ওঠা - নামার খেলায় মেতেছে প্রকৃতি। প্রতিদিনই ভোরবেলায় থাকছে ঘনো কুয়াশাচ্ছন্ন আকাশ। বেলা গড়ানোর সঙ্গে , সঙ্গে ক্রমশ আকাশ পরিষ্কার হচ্ছে। রাতের দিকেও তাপমাত্রার পারদ কমছে। হালকা ঠান্ডা উপভোগ করা যাচ্ছে রাতের দিকে। এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে শীতবস্ত্রকে বিদায় দেওয়া যায়নি।
সকাল বেলা হালকা শীতের আমেজ উপভোগ করতে , করতে অনেকেই মর্নিং ওয়ার্ক করতে ভিড় জমাচ্ছেন। সরস্বতী পূজোর দিনেও তীব্র ঠান্ডা পড়েনি পুরুলিয়ায়। রাতের বেলায় আবহাওয়া কিছুটা পরিবর্তন হচ্ছে। হালকা শীতবস্ত্র পরিধান করতে হচ্ছে পুরুলিয়ার মানুষদের। তবে তীব্র শীতের হাত থেকে রক্ষা পেয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছেন পুরুলিয়াবাসীরা।