রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। সোমবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রী সেলসিয়াস। প্রতি বছরই পুরুলিয়ায় হার কাঁপানো ঠান্ডার পাশাপাশি তীব্র গরম পড়ে। এবছরও তীব্র গরমের কারণে নাজিরার হতে হবে জেলার মানুষের তা এখন থেকেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন ঠান্ডা পানীয়র দোকান গুলিতে । বেলা বাড়তি বাড়ছে গরম।
বসন্তের আমেজ উপভোগ করার আগেই এক প্রকার প্রায় গরম শুরু হয়ে গিয়েছে । এর মাঝে কোথাও কোথাও আবার বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে । পশ্চিম হিমালয় এবং সমতল সংলগ্ন এলাকা গুলিতে পশ্চিমী ঝঞ্ঝা বিস্তার করতে পারে এমনটাই জানান দিয়েছে হাওয়া অফিস। তবে এ বছর যে রেকর্ড মাত্রায় গরম পড়বে তা আর বলার অবকাশ রাখছে না ।