প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া , মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা , পূর্ব বর্ধমান জেলায়।
পুরুলিয়া জেলার পরিবর্তন হচ্ছে আবহাওয়ার । বিভিন্ন জায়গায় তীব্র গরমের দাপটে নাকাল হতে হচ্ছে জেলার মানুষদের। আবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে দেখা গিয়েছে মঙ্গলবার। কিন্তু তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন দেখা যায়নি। এখনও পর্যন্ত ৪০ এর ঘরেই রয়েছে তাপমাত্রার পারদ। প্রতিবেদন- শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়