প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না রাজ্যবাসী। রাজ্যের বিভিন্ন জেলাতে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা। সমস্ত জায়গাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ আরও অনেকাংশেই বেড়ে যাবে, সতর্কতা জারি করেছে আইএমডি। প্রতিবেদন- শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের পাঁচ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।