তীব্র রোদের প্রকোপে জ্বলছে বাংলা। প্রতিনিয়ত ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। গরমের জ্বালায় নাজেহাল হয়ে উঠছে মানুষ। তবে এর মাঝে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই আবহাওয়া পরিবর্তন এর পূর্বাভাস মিলেছে। রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। প্রতিবেদন- শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বরাবরই হাড় কাঁপানো ঠান্ডার মতোই তীব্র গরম পড়ে পুরুলিয়া জেলায়। গরমের দিনে নাজেহাল হয়ে ওঠে জেলাবাসী। তীব্র গরমের কারণে দুপুরের দিকে লোক চলাচল সেইভাবে হতে দেখা যায় না জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের মাঝামাঝি সময়তেই পুরুলিয়া জেলায় ৪০ ডিগ্রি পার করবে তাপমাত্রা পারদ এমনটাই মনে পড়ছে আবহাওয়াবিদরা। যদিও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। গরমের হাত থেকে বাঁচতে নানান ভাবে ব্যবস্থা নিয়ে বেরোতে হচ্ছে রাস্তায়।