দিঘা: চলতি সপ্তাহের শুরুর দিন থেকেই বদলেছে আবহাওয়া। দুর্যোগের মেঘ সরে পরিষ্কার নীল আকাশ ও রোদ ঝলমলে দিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। সূর্যের প্রখর তাপে বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবারের চেয়ে মঙ্গলবার, ৪ এপ্রিল, দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এমনকী বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস নেই ফলে আরও বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট জানাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ৪ এপ্রিল, মঙ্গলবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ১ ডিগ্রি কম।
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এ দিন ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ।