দিঘা: উইকএন্ডে দিঘায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। শনিবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। শুধু শনিবার নয় সোমবার পর্যন্ত জেলার আবহাওয়া প্রায় একই রকম থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকেই ঝড়-বৃষ্টি পূর্ব মেদিনীপুর জেলায় দুপুরের পর থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি। এই দিনও দিঘার-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র মেঘলা আকাশ।
এদিন অর্থাৎ ১৮ মার্চ, শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ২ ডিগ্রি কম। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। এদিন দুপুরের দিঘায় ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। এদিন দুপুরের পর থেকে আগামী কয়েকদিন ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। হলদিয়াতেও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকেই মেঘলা আকাশ দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। কাঁথিতে মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা সহ সর্বত্রই এদিন দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে।