জেলার অন্যান্য জায়গার পাশাপাশি সদর শহর তমলুকেও বৃষ্টি হয়েছে। ফলে কমেছে তাপমাত্রা। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা সহ সর্বত্রই বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা। রবিবারের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। চলতে থাকা তীব্র দাবদাহ থেকে মুক্তি জেলা বাসীর। Input- Saikat Shee