এক ধাক্কায় বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই। ফাল্গুন মাসে বৈশাখের মতো গরমে নাজেহাল পূর্ব মেদিনীপুর জেলাবাসী। দিঘা-সহ ও জেলা জুড়ে আবহাওয়ার ভেলকিবাজি। আগামী ২৪ ঘণ্টায় আবারও বড়োসড়ো আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও বাড়বে তাপমাত্রা। দিঘা-সহ তমলুক, কাঁথি, হলদিয়া সর্বত্রই আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী দিঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি। সকালের দিকে কুয়াশা মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে পরিবেশ থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে বাড়ল তাপমাত্রা, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। হলদিয়াতেও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে হলদিয়ার তাপমাত্রা।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনে কাঁথি শহরের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।