দিঘার মতই পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তমলুক সহ সংলগ্ন এলাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ শতাংশ। দুপুরের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ শতাংশ। জেলার এগরা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ শতাংশ। আকাশ পরিষ্কার থাকবে। পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়ছে। তবে স্বস্তির খবর মোকা ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় শনিবারের পর থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা কমবে রবিবার পর। Input- Saikat Shee