পূর্ব বর্ধমান: জারি রয়েছে তাপপ্রবাহ। বাংলা বছরের শুরুর থেকেই অস্বস্তিতে জেলাবাসী। গরমের হাত থেকে এখন রেহাই মিলবে না জেলা তথা রাজ্যবাসীর, এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ৪১ পেরিয়েছে জেলার তাপমাত্রা। যার জেরে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে তাপপ্রবাহজনিত সতর্কতাও। অন্যান্য বেশ কিছু জেলার পাশাপাশি তাপপ্রবাহ বা লু সম্পর্কে সতর্ক করা হয়েছে পূর্ব বর্ধমান জেলাকেও।
শনিবার জেলার বেশ কিছু জায়গায় তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪২ ডিগ্রিতে। তীব্র দহন তীব্র গরমের জেরে বেলা বাড়তেই প্রায় জনশূন্য রাস্তাঘাট । বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন আবহাওয়া দফতর এবং রাজ্য সরকারের তরফে বারবার তাদের প্রয়োজনীয় সর্তকতা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যারা বাইরে বেরোচ্ছেন তাদের ছাতা টুপি সানগ্লাস এবং রুমাল ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে রাখতে বলা হচ্ছে জলের বোতল।