পূর্ব বর্ধমান: বৃষ্টির আশায় প্রহর গুনছে জেলা থেকে রাজ্যবাসী প্রত্যেকেই। তবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী এখনই মিটছে না এই বৃষ্টির আশা, আগামী কিছুদিন এখনও জারি থাকবে তাপমাত্রার কারণে প্রবল অস্বস্তি। তাপমাত্রার নিরিখে ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলাতে টেক্কা দিয়েছে পূর্ব বর্ধমান এই জেলার তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে।
তাপপ্রবাহের জেরে বাতাসে কমেছে জলীয় বাষ্পের পরিমাণ। তাপপ্রবাহে হাত মুখ ঢেকেও লাভ হচ্ছে না। গরমের জেরে ছোট থেকে বড় ঘুম উড়েছে সমগ্র জেলাবাসীর। এই তীব্র গরমের হাত থেকে এখনই স্বস্তি মিলবে না রাজ্যবাসীর, তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এখনও বেশ কিছুদিন চলতে থাকবে তাপপ্রবাহ। বেলা বাড়লে তাবপ্রবাহের জেরে বাইরে বেরোনো হয়ে উঠেছে দুষ্কর।
প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা প্রায় সমগ্র রাজ্যবাসীর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহজনিত সতর্কতা। কিছু কিছু জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতেও। তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি বেসরকারি স্কুল গুলিকেও ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যান্য বেশ কিছু জেলার মতই তীব্র গরমে নাজেহাল অবস্থা পূর্ব বর্ধমান জেলারও। সোমবার পূর্ব বর্ধমান জেলার তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪৩ ডিগ্রিতে। এই বছর , এই জেলায় তাপমাত্রা ও অস্বস্তি অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা বেশি। বেলা বাড়তেই শুনশান হয়ে যাচ্ছে শহরের জনবহুল এলাকা গুলি। নিত্য প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন সেইসব পথ চলতি মানুষদের অধিকাংশ জনই ভিড় জমাচ্ছেন শরবত , লস্যি কিম্বা বিভিন্ন শীতল পানীয়ের দোকানে।