বৃষ্টির আশায় দিন গুনছিল জেলা থেকে রাজ্যবাসী প্রত্যেকেই। তবে শুক্রবার মধ্যরাতে ছিটেফোঁটা বৃষ্টির কারণে একটু হলেও স্বস্তি মিলেছে জেলাবাসীর। আজ থেকে রয়েছে তাপমাত্রা নামার সম্ভাবনা। তবে আজ থেকে একটু হলেও কমবে তাপমাত্রা জনিত অস্বস্তি।
শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও একেবারে স্বস্তি মিলবে এমনটা নয়।
তাপমাত্রার নিরিখে ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলাতে টেক্কা দিয়েছে পূর্ব বর্ধমান এই জেলার তাপমাত্রা পৌঁছেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহের জেরে বাতাসে কমেছে জলীয় বাষ্পের পরিমাণ। তাপপ্রবাহে হাত মুখ ঢেকেও লাভ হচ্ছেনা। গরমের জেরে ছোট থেকে বড় ঘুম উড়েছে সমগ্র জেলাবাসীর। এই তীব্র গরমের হাত থেকে এখনই স্বস্তি মিলবে না রাজ্যবাসীর, তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,এখনো বেশ কিছুদিন গরমের কারণে থাকবে অস্বস্তি। এখনও বেলা বাড়লে তাবপ্রবাহের জেরে বাইরে বেরোনো হয়ে উঠেছে দুষ্কর। প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা প্রায় সমগ্র রাজ্যবাসীর। কিছু কিছু জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতেও। অন্যান্য বেশ কিছু জেলার মতই তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছে পূর্ব বর্ধমান জেলারও।
বুধবার পূর্ব বর্ধমান জেলার তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪৪ ডিগ্রিতে।
এই বছর , এই জেলায় তাপমাত্রা ও অস্বস্তি অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা বেশি। বেলা বাড়তেই শুনশান হয়ে যাচ্ছে শহরের জনবহুল এলাকাগুলি। নিত্য প্রয়োজনে যাঁরা বাইরে বার হচ্ছেন, সেইসব পথ চলতি মানুষদের সাবধানতা অবলম্বন করতে হবে। টুপি সানগ্লাস, ছাতা, জলের বোতল ও রুমালের মত প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া পথ চলতি মানুষরা বাইরে বেরোলে সমস্যায় পড়তে পারেন।
তবে শুক্রবার থেকে থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, ২২ তারিখ থেকে এই পরিস্থিতির সামান্য উন্নতি হবে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড় ৪৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড় ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ২৯ শতাংশ এবং নূন্যতম আপেক্ষিক আর্দ্রতা ৯ শতাংশ। বাতাসের গতি থাকবে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে শনিবার থেকে গরম খানিকটা কমতে পারে। কারণ শুক্র এবং শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।