*মোমো খেতে কে না ভালবাসে! সে স্টিম হোক আর ফ্রায়েড। কোথাও ঘুরতে গিয়ে, টিউশন থেকে বা স্কুল-কলেজ থেকে আসার সময় রাস্তার ধারের ছোট দোকান হোক কিংবা বড় রেস্তোরাঁয়, মোমো দেখতে পেলে তা চাই-ই-চাই! আর যদি এক দুই রকম নয় প্রায় ২০ রকমের স্বাদের মোমো হয় তাহলে তো কোনও কথায় নেই। প্রতিবেদন: মালবিকা বিশ্বাস। প্রতীকী ছবি।