

বাসের ছাদে তাবড় কংগ্রেস নেতৃত্ব৷ সভাপতি রাহুল গান্ধি থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ বব্বর৷ কিন্তু মধ্যমণি একজনই৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ (Image: Qazi Faraz Ahmed)


লখনৌয়ে ১২ কিলোমিটার মেগা রোড শো-য়ের মাধ্যমেই ভোট প্রচার শুরু করে দিলেন রাজীব গান্ধির কন্যা৷ হাজার হাজার মানুষ রাস্তার ধারে৷(Image: Qazi Faraz Ahmed)


লড়াই এবার কাঁটায় কাঁটায়। একদিকে মোদি-যোগী। আরেকদিকে রাহুল-প্রিয়ঙ্কা। উত্তরপ্রদেশের রণক্ষেত্রে নেমে পড়লেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। (Image: Qazi Faraz Ahmed)


পর্যবেক্ষকদের একাংশের মতে, উত্তরপ্রদেশের রণক্ষেত্রে প্রিয়ঙ্কাকে নামানো রাহুল গান্ধির মোক্ষম চাল। যার জেরে ভোটের মুখে চাপ বেড়েছে বিজেপির। (Image: Qazi Faraz Ahmed)


এ দিন সেই প্রিয়ঙ্কার রোড শোতে যা ভিড় হয়েছে, যা উন্মাদনা দেখা গিয়েছে, তা যাতে ভোটব্যাঙ্ক পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, প্রাণপনে সেই চেষ্টাই করবে কংগ্রেস নেতৃত্ব। (Image: Qazi Faraz Ahmed)


বিমানবন্দর থেকে রাহুল-প্রিয়ঙ্কা বের হতেই কংগ্রেস নেতা কর্মীরা উচ্ছাসে ফেটে পড়েন (Image: Qazi Faraz Ahmed)


প্রথম দিনেই উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে প্রায় বারো কিলোমিটারের রোড শো (Image: Qazi Faraz Ahmed)


লখনউয়ে দাদাকে সঙ্গে নিয়ে করলেন রোড শো। পথে নামলেন কাতারে কাতারে মানুষ। (Image: Qazi Faraz Ahmed)


কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের ৪২টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব তাঁর হাতে(Image: Qazi Faraz Ahmed)


বিমানবন্দর থেকে বেরিয়ে বিশেষ বাসের ছাদে দাদা-বোন। সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর।(Image: Qazi Faraz Ahmed)


‘উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গড়তেই হবে’, দলীয় নেতা-কর্মীদের বার্তা রাহুলের (Image: Qazi Faraz Ahmed)