

সময় সবার এক যায় না ৷ এই সত্যিটা আমরা কম বেশি সকলেই মেনে থাকি ৷ খারাপ সময়ের মধ্যে আমাদের সকলকেই জীবনের কোনও না কোন সময় দিয়ে যেতে হয় ৷ তবে আমরা সকলেই যতটা সম্ভব খারাপ সময় এড়িয়ে চলার চেষ্টা করে থাকি ৷ আর এটা করতে সাহায্য করতে পারে এক চিমটে নুন ৷ শুনতে অবাক লাগলেও বাস্তু বিশেষজ্ঞরা এমনই দাবি করছেন যে নুন ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্য ৷


বাস্তু বিশেষজ্ঞদের মতে নুন অত্যন্ত পবিত্র একটি জিনিস ৷ এবং এর সঠিক ব্যবহার জীবনে ফিরিয়ে আনতে পারে সুখ ও সমৃদ্ধি ৷ কী করতে হবে দেখে নিন-


১) একটি প্লাস্টিকের মধ্যে নুন ভরে সেটি আপনার ওয়ালেটে রাখুন ৷ প্রত্যেক ১০ দিন অন্তর বদলে নিন প্যাকেটের নুন ৷ এর জেরে নেগেটিভ এনার্জি দূরে থাকবে ৷ এবং ওয়ালেটের মালিকের আয় বাড়বে বলে বিশ্বাস করা হয় ৷


২) এছাড়া আপনার বাড়ির দরজার মাঝখানে এবং পিছনে নুন রাখুন ৷ মনে করা হয় যারা এই দরজা দিয়ে ঢুকবেন তাদের ভাগ্য খুলে যাবে এবং আয় বাড়বে ৷ এই ক্ষেত্রেও ১০ দিন অন্তর নুন বদলে ফেলতে হবে ৷