1/ 4


শনি দেবতাকে সবাই ডরিয়ে চলেন! জীবনে একবার শনির কুনজর পড়লেই হল... জীবন নরক হতে বেশি সময় লাগে না বলেই দাবি জ্যোতিষশাস্ত্রের! যে বারোটি রাশি রয়েছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব অধিপতি গ্রহ থাকে। কেবল মকর এবং কুম্ভের অধিপতি হলেন শনি দেব এবং এই দুই রাশির উপরই বিশেষ কৃপা করেন শনি দেব৷ তাই এই দুই রাশির ক্ষেত্রে শনিদেবের প্রভাব পুরোটাই মঙ্গলদায়ক৷ ।
2/ 4


জ্যোতিষশাস্ত্রের দাবি, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কুণ্ডলীতে যদি শনি গ্রহের অবস্থান শুভ থাকে, তাহলে তাঁদের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে! সব অশান্তি-অনটন ঘুঁচে যায়, জীবনে টাকা আসে হুহু করে।
3/ 4


মকর রাশির জাতক-জাতিকারা বিলাসবহুল জিনিস ব্যবহার করতে পছন্দ করেন। এঁরা গম্ভীর স্বভাবের হন, সহজে কারও সঙ্গে বন্ধুত্ব করতে চান না। ঈশ্বরবিশ্বাসী হন, ভাগ্যেও ভরসা রাখেন।