Home » Photo » off-beat » Surprise Pregnancy: দশ মাস দশ দিন নয়! জানতেন না তিনি গর্ভবতী? ঘুম থেকে উঠে সন্তানের জন্ম দিয়ে আজব দাবি মহিলার, তোলপাড় সোশ্যাল মিডিয়া
Surprise Pregnancy: দশ মাস দশ দিন নয়! জানতেন না তিনি গর্ভবতী? ঘুম থেকে উঠে সন্তানের জন্ম দিয়ে আজব দাবি মহিলার, তোলপাড় সোশ্যাল মিডিয়া
Surprise Pregnancy: ঘুমের আগেই সব কিছুই ঠিকঠাক, ঘুম থেকে উঠে ওই মহিলা দেখতে পেলেন যে তিনি সন্তান সম্ভবা জন্মদিলেন সন্তানের
মাতৃসত্তা যেকোনও মহিলার কাছে অত্যন্ত জীবনের এক পরম পাওয়া ৷ মা হওয়ার প্রস্তুতি বেশ কয়েক মাস ধরেই মেয়েরা করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
গর্ভধারণ থেকে সন্তানের জন্ম পর্যন্ত কিছুটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ৷ কিছুটা সাবধানতা আর বেশ কিছুটা ভাললাগা নিয়ে তিলে তিলে মায়ের শরীরেই বেড়ে ওঠে সন্তান ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে যা রীতিমত তোলপাড় ৷ এক মহিলার দাবি করেছেন হঠাৎ করেই সন্তানের জন্ম হয়েছে, তিনি যে গর্ভবতী তা কোনও ভাবেই বুঝতে পারেননি ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
ডেইলি স্টারের এক রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ৷ নিকোলা সামস নামে এক মহিলা দাবি করেন রাত তিনটেয় শুতে গিয়েছিলেন ভোররাত পেরিয়ে ঘুম থেকে উঠেই দিলেন সন্তানের জন্ম ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
নিজের প্রেগন্যান্সির বিষয়ে বিন্দুমাত্র জানতেন না নিকোলা তিনি এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ৷ তিনি জানিয়েছেন রাত্রিবেলা শুতে গিয়ে হাল্কা পেটে ব্যথা অনুভব করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
ঘুমেও ব্যাঘাত ঘটেছিল ৷ কিন্তু একদম বুঝতে পারেননি যে তিনি কয়েক ঘণ্টার মধ্যে সন্তানের জন্ম দেবেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
ঘুমাতে যাওয়ার আগে ৩৬ বছরের মহিলা প্যারাসিটামল যাতে একটু রেহাই পাওয়া যায় ৷ তাঁর পরে ঘরোয়া কাজ সারতে থাকেন ৷ কাপড় ধুয়েছেন তারপরে বাচ্চাকে শোয়াতে বিছানায় নিয়ে যান ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
তারপরে রাত তিনটের পরে এমন ঘটনা ঘটতে শুরু করে যা তিনি স্বপ্নেও ভাবতে কখনও ভাবতে পারেন না ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
সকালবেলা ঘুম থেকে উঠতে ডেলিভারি! মেয়ে বাথরুমে যাবে বলে ডাকে তারপরে অসহ্য পেট যন্ত্রণা হতে শুরু করে মহিলার ৷ তখন বুঝতে পারেন তিনি সন্তানের জন্ম দেবেন ৷ এরপরেই মহিলা পুশ করতে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
এরপরেই নিকোলা তাঁর ছোট মেয়েকে বলেন বড় মেয়েকে ডেকে দিতে যার বয়স ১৪ বছর ৷ যাতে ডেলিভারিতে মাকে সাহায্য করতে পারেন ৷ তারপরেই নিকোলা জানিয়েছেন ব্যথা কমাতে হাত পেটে দিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
তখন বুঝতে পারেন শিশুর মাথা বাইরে বেরিয়ে আস্তে শুরু করেন ৷ তারপরেই সন্তানের জন্ম দেন ঘাড়ে কোনও চোট লাগেনি তো সদ্যোজাতর? মায়ের ডেলিভারিতে এলিস অত্যন্ত ভয় ভয় ছিল ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
কিন্তু নিকোলা মনে করেছিলেন বাড়িতে নতুন অতিথি আসছে এটাতেই এলিস খুশি হবে ৷ বাচ্চার জন্মের পরে বাড়িতে অ্যাম্বুল্যান্স এসেছিল ৷ পাঁচদিন হাসপাতালে কাটানোর পরে বাড়িতে ফেরেন জরুরি চেকআপের পরে ৷ সবাই মিলে পরিবারের নতুন সন্তানের স্বাগত জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷