Home » Photo » off-beat » Wife Attacks Husband: চরম নির্মম! কাজ থেকে ফিরে স্ত্রী অগ্নিশর্মা, বঁড়শির কাঁটা ফুঁটিয়ে দিলেন স্বামীর গোপনাঙ্গে, তারপরেই তুলকালাম
Wife Attacks Husband: চরম নির্মম! কাজ থেকে ফিরে স্ত্রী অগ্নিশর্মা, বঁড়শির কাঁটা ফুঁটিয়ে দিলেন স্বামীর গোপনাঙ্গে, তারপরেই তুলকালাম
Wife Attacks Husband: অত্যন্ত খারাপ এক ঘটনায় বিদ্ধ স্বামী ৷ স্বামী রান্না করেনি দেখে স্ত্রী রেগে আগুন করলেই এই কাজটি
স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সময়েই নানান বিষয় নিয়েই মনমালিন্য দেখতে পাওয়া যায় ৷ কখনও হাসি কখনও কান্না নিয়েই জীবন চলে ৷ কিন্তু অনেক সময়ে মনমালিন্য যাবতীয় সীমারেখা অতিক্রম করে তখনই সমস্ত কিছু যেন হাতের বাইরে বেরিয়ে যায় ৷ ফাইল ছবি ৷
2/ 8
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে থাইল্যান্ডের এক মহিলার একটি ঘটনা ভাইরাল হয়েছে ৷ ওই মহিলার রাত্রিবেলা খাবার করার কথা ছিল কিন্তু তিনি ভুলে গিয়ে বন্ধুদের মদ্যপান সঙ্গে করতে ব্যস্ত ছিলেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
এই বিষয়টি স্ত্রী রেগে গিয়ে গোপনাঙ্গে মাছের কাঁটা ফুটিয়ে দিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে (Thailand) ৷ ৪৩ বছরের চনিটা কুয়েডরুম তাঁর ৪৫ বছরের স্বামী, তাঁর রাত্রিবেলা খাবার তৈরি করার কথা ছিল ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
বেশ কিছুটা দেরি হওয়ার পরে যখন স্বামী আসেননি তখন তিনি স্বামীকে খুঁজতে বেরিয়ে পড়েন ৷ খুঁজতে খুঁজতে দেখেন স্বামী একটি গলির মধ্যে তাঁর সঙ্গীদের নিয়ে মদ্যপান করছেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
দেখে স্ত্রীর অত্যন্ত রাগ হয় তখনই তিনি মাছ ধরার বঁড়শির কাঁটা ফুটিয়ে দেন স্বামীর গোপনাঙ্গে ৷ সেই ব্যক্তি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
পরের দিন যখন নেশা কেটে যাওয়ার পরে হুঁশ ফেরে তখন তিনি বুঝতে পারেন অসম্ভব যন্ত্রণা হতে থাকে, তখনই ওই ভদ্রলোককে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
তবে ওই মানুষটি ঠিক করেছিলেন তিনি ততক্ষণ বাড়িতে ফিরবেননা যতক্ষণ তাঁর স্ত্রীর রাগ না পড়ে যায় ৷ এই ঘটনাটি ঘটেছে ৩ মার্চে ৷ সেইদিনই মাঠে চাষের কাজ করতে গিয়েছিলেন ৷ আশা করেছিলেন বাড়ি ফিরে দেখতে পাবেন স্বামী রান্না করে রেখেছেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
কিন্তু বাড়ির ফিরে বিপরীত ঘটনা দেখতে আকাশ ভেঙে পড়ে মাথায় ৷ তবে চানিটা জানিয়েছেন মদ্যপান ছাড়া তাঁর স্বামীর আর কিছুই মনে থাকেনা ৷ তাই কথাবার্তা বলে যে সমস্যার সমাধান হবে তাও সম্ভব নয় ৷ প্রতীকী ছবি ৷