

• সমস্ত পঞ্জিকা মতেই এই আশ্বিন মাসটি হল মলমাস। অর্থাৎ, এই মাসে অন্ধকার, আঁধার বা মলিনতায় পূর্ণ। তাই এই মাসে কোনও রকম ধর্মীয় আচার, পুজো করা একেবারে নিষেধ। শাস্ত্র মনে এই নিষেধাজ্ঞা মেনেই পুজো পিছিয়ে গিয়েছে।


• কিন্তু কীভাবে এই মলমাসের উৎপত্তি? কেনই বা উনিশ বছর পর পর বাংলা পাঁজিতে এই মাসের দেখা মেলে? অঙ্কের হিসাবে কীভাবে ঠিক করা হয় এই মাস? সেটাই একবার জেনে নিন ভাল করে।


• এই মলমাস হল বাংলা ক্যালেন্ডারের বা বছরের অতিরিক্ত দিনগুলিকে নিয়ে তৈরি একটি মাস। এর আগে ২০০১ সালের মলমাস ছিল এমনই আশ্বিন মাসে। তার আগে ১৯৮২ সালে। প্রতি উনিশ বছর অন্তর বছরের অতিরিক্ত দিনগুলি ঘিরে একটি মাস ধরা হয়, যেটিকে বলা হয় মলমাস।


• এক্ষেত্রে সবটাই চন্দ্র সূর্যের তিথির হিসাবের গুরুত্ব নির্ধারণের বিষয় থাকে। যে তিথির হিসাব মেনে এই পুজো করা হয়, সেই হিসাব এই মাসের ক্ষেত্রে মেলে না কারণ এটি অতিরিক্ত মাস।