সৌদি আরবে দেখা গেল না চাঁদ, দেশে কবে পালিত হবে খুশির ইদ?
Bangla Editor
1/ 8
• এখন শুধু আকাশের দিকে অনেক প্রতীক্ষা নিয়ে চেয়ে থাকা । কবে একফালি চাঁদ তার মুখ দেখাবে মেঘের আড়াল থেকে । তাহলেই শেষ হবে দীর্ঘ এক মাসের কঠোর রোজা ।
2/ 8
• বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমরা এখন খুশির ইদের চাঁদ দেখার আশায় প্রহর গুণছেন । আশা ছিল শুক্রবারই চাঁদের দেখা মিলবে সৌদি আরবে । তাহলে শনিবারই উদযাপিত হত পবিত্র ইদ ।
3/ 8
• কিন্তু জানা গিয়েছে, শুক্রবার চাঁদের দেখা না মেলায় রোজ ভঙ্গ করতে পারেননি মুসলিমরা । আজ শনিবার চাঁদের দেখা মিলতে পারে বলে আশা ।
4/ 8
• সেক্ষেত্রে আগামিকাল, রবিবার পালিত হবে ইদ । যদি আজও চাঁদ দেখা না যায় তা হলে অপেক্ষা করতে হবে আগামিকাল পর্যন্ত । সেক্ষেত্রে ইদের অনুষ্ঠান শুরু হবে সোমবার সকাল থেকে ।
5/ 8
• ভারতে যদিও সরকারিভাবে এখনও আগামী সোমবার ইদ হওয়ার কথা রয়েছে।
6/ 8
• ভারতে যদিও সরকারিভাবে এখনও আগামী সোমবার ইদ হওয়ার কথা রয়েছে।
7/ 8
• তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি যা সিদ্ধান্ত নেবে, ইদের দিনক্ষণ তার উপরেই নির্ভর করবে ।
8/ 8
যদিও করোনার আবহে দেশ জুড়ে চলছে লকডাউন । তাই এবারের খুশির ইদের রং অনেকটাই ফিকে ।
সৌদি আরবে দেখা গেল না চাঁদ, দেশে কবে পালিত হবে খুশির ইদ?
• সেক্ষেত্রে আগামিকাল, রবিবার পালিত হবে ইদ । যদি আজও চাঁদ দেখা না যায় তা হলে অপেক্ষা করতে হবে আগামিকাল পর্যন্ত । সেক্ষেত্রে ইদের অনুষ্ঠান শুরু হবে সোমবার সকাল থেকে ।