বাঙালি হেঁসেলের অবিচ্ছেদ্য অঙ্গ আলু! মাছ-মাংস কিংবা লুচির সঙ্গে সাদা আলুর তরকারি...আহা অমৃত... আলু ছাড়া বাঙালির খাদ্যতালিকা অকেজো! সাধারণত আলু একটু বেশি পরিমাণেই কেনা হয়ে থাকে! আলু যদি বেশি দিন জমে, কিংবা আলুতে রোদ পড়ে তাহলে আলুতে সবুজ দাগ ধরে যায়! জানেন কি, এই সবুজ দাগ ধরা আলু খেলে কী হয়? আদৌ কি এই আলু খাওয়া উচিৎ? কী বলছেন চিকিৎসকেরা?