যদি বাবা বা মা হঠাৎ করে জানতে পারেন তাঁর টিনএজ মেয়ে গর্ভবতী (Teenage Girl Pregnant) সেই অভিভাবকের কীই বা রিঅ্যাকশন হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
এটাই স্বাভাবিক ভাবে লক্ষ্য করা যায় টিএনএজের মেয়ের নিজের প্রেগন্যান্সির (Teen age girl pregnant) কথা বাড়ির লোকেদের সামনে মুখে আনতে চায়না ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এমনই এক অষ্টাদশী বাবা-মাকে (Big confess of 18 years girl) নিজের মাতৃত্বের সংবাদ দেবে কি দেবে না এই ভেবেই বয় কাঁটা হয়ে গিয়েছে ৷ তিনি ভাবতে থাকেন যদি বাবা-মা এই খবরটি পান সেক্ষেত্রে দুশ্চিন্তা করবেন তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
এমেলি বার্ন্স এক টিকটক আর্টিস্ট (Tiktok Artist) তিনি এমন এক ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন মাত্র ১৮ বছর বয়সেই তিনি সন্তান সম্ভবা হয়েছিলেন ৷ সেই ভিডিও দেখেই বাবা-মা জানতে পারেন বিষয়টি ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
সেই টিকটক ভিডিও-র (Tiktok Video) শুরুতেই তিনি জানিয়েছেন তাঁর বাবা-মাকে একটি ছবি দেখানোর জন্য ডাকা ছিল তাই তাঁদেরকে ডাকতে যাচ্ছিলেন তিনি তাঁদেরকে বলছিলেন বাবা-মা তোমরা কি এক সেকেন্ডের জন্য আসতে পারবে? প্রতীকী ছবি ৷
6/ 12
তোমরা এখানে বসো ৷ এরপরে যা হবে তা জানা সত্ত্বেও আমাকে একই রকম ভাবে ভালবাসবে ৷ কথা দিচ্ছো তোমারা য়ে কথাটি শুনে রেগে যাবেনা ৷ মেয়ের বাবা বলেন যে তিনি রেগে যাবেন না যাবেন না তা বলতে পারবেন না ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
এমেলি তাঁর বাবা-মায়ের সামনে বড়সড় সত্যের উন্মোচন করেছেন ৷ জানিয়েছেন তিনি গর্ভবতী (Mother-Daughter Pregnant News), এই কথাটি শুনে তাঁর বাবা মোটেই রেগে যাননি বা আঘাত পাননি ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
তাঁর বাবা মেয়েকে জানান যে তাঁর মাও প্রেগন্যান্ট ৷ বাবা তাঁর মায়ের প্রেগন্যান্সি পজিটিভ (Pregnancy report positive) রিপোর্ট দেখিয়েছেন তাই দেখে মেয়েও নিজের গর্ভাবস্থার পজিটিভ রিপোর্টে দেখান ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
এমেলি তাঁর মাকে জিজ্ঞাসা করলেন যে তাঁরা কোনও ভাবে মজা করছেন না তো? মা তৎক্ষণাৎ জানিয়েছেন এই ঘটনা এক্কেবারেই সত্যি ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
ভিডিও পোস্ট করে এমেলি কমেন্টে লিখেছেন তাঁর বাবা বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে সামলেছেন ৷ এমেলি তাঁর মায়ের প্রেগন্যান্সি (Mother's Pregnancy) নিয়ে আরও একটি ভিডিও-তে মুখ খুলেছেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
মেয়ের প্রেগন্যান্সি (Daughter's Pregnancy) নিয়ে মা জানিয়েছেন এই মুহূর্তে তাঁর মায়ের প্রার্থনা প্রয়োজনীয় ৷ এমেলি তাঁর সব থেকে প্রিয় বন্ধুর সঙ্গে প্রেগন্যান্সি টেস্ট করেছিলেন কেননা দুই বান্ধবীরই পিরিয়ড মিস (Menstruation Cycle missed) হয়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
দুই বান্ধবীরই টেস্টের রিপোর্ট পজিটিভ (Pregnancy Test Positive) হয়েছিল ৷ এমেলি এখনও তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছেন ৷ প্রতীকী ছবি ৷