যে কোনও সময়ে কিন্তু ঝাঁটা ব্যবহার করা মোটেই উচিত নয়। ঘর ঝাঁট দেওয়ার নির্দিষ্ট সময় আছে। সকালে এবং সন্ধ্যা যখনই ঘর ঝাঁট দেওয়া হোক না কেন, ভূমিকে প্রণাম করে তা শুরু করা উচিত। যিনি ঝাঁট দেবেন, সকালে উঠে তাঁর ঈশ্বরকে প্রণাম করতে হবে। কিন্তু ভুল দিক থেকে ঝাঁটা চালানো যাবে না। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।