1/ 5


আগামিকাল রাসপূর্ণিমা। আবার গুরুনানকের জন্মদিনও বটে। কার্তিকের এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে হিন্দু ধর্মে। শাস্ত্রমতে জানুন এই দিনটির মহিমা।
2/ 5


এই দিনটিতে কোনও পবিত্র নদীতে স্নান করতে হয়। এর পরে প্রদীপ জ্বালিয়ে, পুজো, আরতি এবং দান করলে পুণ্যলাভ হয়। করোনার দিনে বাইরে বেরোনোর অসুবিধে। তাই এই সময়ে স্নানের জলে কিছুটা গঙ্গাজল মিশিয়ে নেওয়া যেতে পারে। শাস্ত্রজ্ঞরা বলেন, স্নানের সময় তীর্থস্থানগুলির কথা স্মরণ করা উচিত।
3/ 5


স্নানের পরে সূর্যকে জল নিবেদন করা উচিত। হিন্দু শাস্ত্র বলছে গরিবদের ফল, সবজি, চাল, ডাল, শীতবস্ত্র ইত্যাদি দান করলে ভালো।
4/ 5


কার্তিক পূর্ণিমায় শিবলিঙ্গে জল নিবেদন করে ওঁ নমোঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। সত্যনারায়ণের পুজো পাঠ করা উচিত।