

মহিলাদের জীবনে পিরিয়ড একটা অবিচ্ছেদ্য অঙ্গ ৷ প্রতিমাসেই প্রাপ্তবয়স্ক মহিলারা ঋতুস্রাবের মধ্যে দিয়ে যান ৷ এই সময় বিভিন্ন রীতিনীতি মানতে হয় ৷ এরমধ্যে অন্যতম এই সময়ে মহিলাদের মন্দিরে প্রবেশ বা পুজো অর্চনার কাজ নিষেধ থাকে ৷ Photo- Representive


এই সময় শরীরে নানা রকম শারীরিক পরিবর্তন হয় ৷ ফলে মেজাজ খিটখিটে থাকে ৷ এই জন্যে বিভিন্ন কাজ থেকে মেয়েদের বিরত থাকতে বলা হয় ৷ Photo- Representive


তবে মহিলাদের কেন পিরিয়ডস হয় এই নিয়ে পৌরাণিক এক কাহিনি রয়েছে ৷ কাহিনির শুরু ইন্দ্রদেবের থেকে ৷ একসময় অসুরেরা দেবতাদের ওপর আক্রমণ করে।দেবতাদের রাজা ইন্দ্র ভয় পেয়ে আশ্রয় নেন ব্রহ্মের কাছে।ব্রহ্মার কাছে তিনি জানতে চান কি করলে অসুরদের পরাস্ত করা যাবে এবং ইন্দ্রদেব আবার ফিরে পাবেন স্বর্গরাজ্য? Photo- Representive


ব্রহ্মদেব এক ব্রহ্মজ্ঞানীর সেবা করার নিদান দেন।তিনি বলেন ওই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি যদি ইন্দ্রের সেবায় খুশি হন তাহলেই ইন্দ্র এই বিপদ থেকে মুক্তি পাবেন।এই নির্দেশ পালন করতে ইন্দ্রদেব এক ব্রহ্মজ্ঞানীর সেবা করতে থাকেন এবং তাকে বহু মূল্যবান সামগ্রী উপঢৌকন হিসেবে দান করেন।এই ব্রহ্মজ্ঞানীর মা ছিলেন এক অসুরপত্নী সুতরাং স্বাভাবিক ভাবেই অসুরদের প্রতি তিনি প্রীত ছিলেন। Photo- Representive


ইন্দ্র প্রথমে এই সত্য জানতেন না পরে জানতে পেরে তিনি ভয়ানক ক্রুদ্ধ হয়ে ওই ব্রহ্মজ্ঞানীকে হত্যা করেন।গুরু হত্যা মহাপাপ। তাই এই পাপ এক রাক্ষস রূপ ধারন করে তারা করে ইন্দ্রদেবকে তিনি আশ্রয় নেন বিষ্নুর কাছে।বিষ্নু তাকে নিদান দেন যে ইন্দ্র যদি এই পাপ গাছ,জল ও মাটি ও নারীর মধ্যে ভাগ করে দেন তাহলে তিনি মুক্ত হবেন।Photo- Representive