সূর্যে তৈরি হচ্ছে বিশাল সৌর ঝড়! সূর্য প্রবেশ করছে বিশেষ অবস্থায়, সতর্ক বিজ্ঞানীরা
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি ঘোষণা করেছে, সূর্যের ২৫ তম সোলার সাইকেল শুরু হয়েছে। এটি একটি বিরলতম ঘটনা। কিন্তু এই ঘটনার ফলে কী ঘটতে পারে পৃথিবীতে?


• এর ফলে সূর্যের মধ্যে অনেকরকম পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বেশ কয়েক মাস হল সূর্যের ‘ঘুম’ চলছিল। অর্থাৎ অনেকটা শক্তিহীন হয়ে পড়েছিল সূর্য। এবার সেই অবস্থা একেবারে পাল্টে যেতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।


• তাঁরা বলেছেন, এতদিন ধরে সূর্যের মধ্যে তেমন কোনও অস্থিরতা নজরে পড়েনি। কিন্তু সূর্যের মধ্যে একটা উথাল পাথাল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। অর্থাৎ সূর্যে তৈরি হয়ে পারে সৌর ঝড়।


• সম্প্রতি এমন কিছু তরঙ্গের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যেগুলি থেকে মনে করা হচ্ছে সূর্য সৌর বৃত্ত বা সোলার সাইকেলে প্রবেশ করছে। একটি নির্দিষ্ট সময় অন্তর সূর্য এটিতে প্রবেশ করা বলেও জানিয়েছেন গবেষকরা। তাঁরা বলেছেন, এটি সূর্যের খুব স্বাভাবিক প্রক্রিয়া।


• এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, এটি সৌরজগতের সবচেয়ে বড় নক্ষত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি আগেও হয়েছে, পৃথিবীর উপর সরাসরি এর প্রভাব পড়েনি।