

মহাসোমবার বাবা ভোলেনাথের কৃপায় জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে ৷ সোমবারকে ভক্তরা সিবের বার বলেই শিবের আরাধনা করে থাকেন ৷


ভগবান শিবকে সাধারণত সমৃদ্ধির দেবতা বলা হয়ে থাকে ৷ কেননা জীবনের বিভিন্ন সমস্যাকর পরিস্থিতিতে থেকে তিনি অতি সহজেই মুক্তি দেন ৷


প্রতি সোমবার বাবা তারকনাথের উপাসনা করলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে ৷ শিব শম্ভুর কৃপাতে জীবন সুন্দর ও সুগঠিত হয়ে ওঠে ৷


ভোলেবাবার দর্শনে সারা দেশের সঙ্গে সঙ্গে বিদেশ থেকেও বিপুল ভক্ত সমাগম হয়ে থাকে ৷ কখনও মহাকালোশ্বর, কখনও সোমনাথ, কখনও ত্রম্বোকেশ্বর, কেদনারনাথ, বদ্রীনাথ, এমনকী তারকেশ্বরের মন্দির বাবার কৃপায় জীবন যাতে সুস্থ স্বাভাবিক হয় সেই পথেই জীবনকে অগ্রসর করাটাই মূল লক্ষ্য ৷


শিবের কৃপায় বহু সমস্যার সমাধান হয়ে থাকে ৷ দেবাদিদেব মহাদেবের মহাকৃপা জীবনে থাকলে বড় বড় যুদ্ধ জয় করা সম্ভব অনায়াসেই এমনই বিশ্বাস আপামোর শিবভক্তদের কাছে ৷


ভগবান শিব এক এমন নাম যাঁর নামে সমস্ত বাধা বিপত্তি কাটে অত্যন্ত সহজেই ৷ সমাজের ত্রাতা নীলকন্ঠ মহাদেব ৷ তিনিই রক্ষাকর্তা, সমস্ত কিছুর মাঝেই বাবা ভোলেনাথের কৃপায় সব বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায় ৷