বিভিন্ন সংবাদমাধ্য়মে প্রায়ই হয়তো শোনেন, কেউ একজন লটারিতে এক কোটি টাকা জিতেছেন। জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়!
2/ 5
১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হয়। লটারিতে টাকা পেলেও কর দিতে হয় সরকারকে। সেই টাকার পরিমাণ নেহাতই কম নয়।
3/ 5
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়। ১০ হাজার টাকার বেশি পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
4/ 5
লটারির টিকিটে পুরস্কার পাওয়ার পর এই কর দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে অনেকে ট্যাক্স কনসালট্যান্ট-এর সাহায্য নেন।
5/ 5
কিছুদিন আগেও একজন লরিচালক ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন। মাত্র দল ৪৯ টাকায় দল সাজিয়ে তিনি এই বিপুল অঙ্কের পুরস্কার জিতেছিলেন।
লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন
বিভিন্ন সংবাদমাধ্য়মে প্রায়ই হয়তো শোনেন, কেউ একজন লটারিতে এক কোটি টাকা জিতেছেন। জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়!
লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়। ১০ হাজার টাকার বেশি পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।