পৃথিবীর কয়েকটি নদী আছে, যে বিশ্বখ্যাত নদীগুলির নাম তাদের চরমতম প্রকৃতির জন্য৷ অর্থাৎ, সেই নদীগুলি মরণফাঁদ বলে খ্যাত৷ এগুলির কোনওটিতে রয়েছে নরখাদক কুমীর, কোনওটিতে সাপ আবার কোনওটি মানুষের ব্যবহারের কারণেই মরণফাঁদে পরিণত হয়েছে৷ (ছবি: পিক্সাবে)
2/ 6
পৃথিবীতে এমন কয়েকটি নদী আছে, যেগুলি একসময় জীবন যাপনের প্রধান উৎস ছিল৷ চাষ-আবাদ থেকে শুরু করে নিয়মিত পানীয় জলের একমাত্র উৎস ছিল এটি৷ তেমনই একটি নদীর উদাহরণ নীল নদ৷ এটি পৃথিবীর দীর্ঘতম নদ৷ এরকমই পৃথিবীর অনেক নদী আছে, যেগুলি মানুষের জন্য মরণফাঁদ৷ (ছবি: পিক্সাবে)
3/ 6
ক্যাহিল রিভার ক্রসিং - এটিকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ নদী বলা হয়৷ কারণ, এই নদীতে আছে কুমীর৷ এই মানুষখেকো কুমীরের প্রভাবে নদী হয়েছে মরণফাঁদ৷ এই নদী পার করা মানে প্রাণের ঝুঁকি নেওয়া৷ তাও মানুষ এই নদী পারাপার করে৷ মাত্র ৪ মাইলের দূরত্বে এখানে ১২০টি কুমীর বসবাস করে৷ (ছবি: পিক্সাবে)
4/ 6
কঙ্গো নদী- এটিকে লোকে জাইরে নদী নামেও চেনে৷ এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম একটি নদী৷ এই নদীতে একসঙ্গে বসবাস করে কুমীর, সাপ থেকে শুরু করে দানবিক চেহারার জলহস্তিও৷ এ ছাড়াও নদীর পাশে থাকে মানুষখেকো আদিবাসী প্রজাতিও৷ সব মিলিয়ে নদীটি মারণ৷ (ছবি: পিক্সাবে)
5/ 6
সান জুয়ান নদী - এটি আর্জেন্টিনার নদী, যেটিতে রয়েছে মরণফাঁদ৷ তবে এই নদীতে কুমীর বা সাপ কিছু পাওয়া যায় না৷ তবুও এই নদীতে গেলে প্রাণ হাতে করে ফিরে আসা মুশকিল৷ বলা হয়, এটির মাধ্যমে নাকি মাদক পাচার করা হয় দেশ-বিদেশে৷ (ছবি: পিক্সাবে)
6/ 6
সিতারাম নদী - এই নদীটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক নদী হিসাবে চিহ্নিত করা হয়৷ এটি ইন্দোনেশিয়ায় সেচ ও মাছ ধরার কাজে ব্যবহার করা হয়৷ তবে মানুষের কুকর্মের ফলে, অর্থাৎ বিপুল পরিমাণ নোংরা এতে ফেলার ফলে এই নদীটি বিষাক্ত হয়ে উঠেছে৷ এর ফলে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে এটি থেকে৷ (ছবি: পিক্সাবে)
Viral News: মৃত্যু ফাঁদ পৃথিবীর এই নদীগুলি, স্নান করে ফেরেনি অনেকেই, দেখুন সেই আশ্চর্য তালিকা
পৃথিবীর কয়েকটি নদী আছে, যে বিশ্বখ্যাত নদীগুলির নাম তাদের চরমতম প্রকৃতির জন্য৷ অর্থাৎ, সেই নদীগুলি মরণফাঁদ বলে খ্যাত৷ এগুলির কোনওটিতে রয়েছে নরখাদক কুমীর, কোনওটিতে সাপ আবার কোনওটি মানুষের ব্যবহারের কারণেই মরণফাঁদে পরিণত হয়েছে৷ (ছবি: পিক্সাবে)
Viral News: মৃত্যু ফাঁদ পৃথিবীর এই নদীগুলি, স্নান করে ফেরেনি অনেকেই, দেখুন সেই আশ্চর্য তালিকা
পৃথিবীতে এমন কয়েকটি নদী আছে, যেগুলি একসময় জীবন যাপনের প্রধান উৎস ছিল৷ চাষ-আবাদ থেকে শুরু করে নিয়মিত পানীয় জলের একমাত্র উৎস ছিল এটি৷ তেমনই একটি নদীর উদাহরণ নীল নদ৷ এটি পৃথিবীর দীর্ঘতম নদ৷ এরকমই পৃথিবীর অনেক নদী আছে, যেগুলি মানুষের জন্য মরণফাঁদ৷ (ছবি: পিক্সাবে)
Viral News: মৃত্যু ফাঁদ পৃথিবীর এই নদীগুলি, স্নান করে ফেরেনি অনেকেই, দেখুন সেই আশ্চর্য তালিকা
ক্যাহিল রিভার ক্রসিং - এটিকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ নদী বলা হয়৷ কারণ, এই নদীতে আছে কুমীর৷ এই মানুষখেকো কুমীরের প্রভাবে নদী হয়েছে মরণফাঁদ৷ এই নদী পার করা মানে প্রাণের ঝুঁকি নেওয়া৷ তাও মানুষ এই নদী পারাপার করে৷ মাত্র ৪ মাইলের দূরত্বে এখানে ১২০টি কুমীর বসবাস করে৷ (ছবি: পিক্সাবে)
Viral News: মৃত্যু ফাঁদ পৃথিবীর এই নদীগুলি, স্নান করে ফেরেনি অনেকেই, দেখুন সেই আশ্চর্য তালিকা
কঙ্গো নদী- এটিকে লোকে জাইরে নদী নামেও চেনে৷ এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম একটি নদী৷ এই নদীতে একসঙ্গে বসবাস করে কুমীর, সাপ থেকে শুরু করে দানবিক চেহারার জলহস্তিও৷ এ ছাড়াও নদীর পাশে থাকে মানুষখেকো আদিবাসী প্রজাতিও৷ সব মিলিয়ে নদীটি মারণ৷ (ছবি: পিক্সাবে)
Viral News: মৃত্যু ফাঁদ পৃথিবীর এই নদীগুলি, স্নান করে ফেরেনি অনেকেই, দেখুন সেই আশ্চর্য তালিকা
সান জুয়ান নদী - এটি আর্জেন্টিনার নদী, যেটিতে রয়েছে মরণফাঁদ৷ তবে এই নদীতে কুমীর বা সাপ কিছু পাওয়া যায় না৷ তবুও এই নদীতে গেলে প্রাণ হাতে করে ফিরে আসা মুশকিল৷ বলা হয়, এটির মাধ্যমে নাকি মাদক পাচার করা হয় দেশ-বিদেশে৷ (ছবি: পিক্সাবে)
Viral News: মৃত্যু ফাঁদ পৃথিবীর এই নদীগুলি, স্নান করে ফেরেনি অনেকেই, দেখুন সেই আশ্চর্য তালিকা
সিতারাম নদী - এই নদীটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক নদী হিসাবে চিহ্নিত করা হয়৷ এটি ইন্দোনেশিয়ায় সেচ ও মাছ ধরার কাজে ব্যবহার করা হয়৷ তবে মানুষের কুকর্মের ফলে, অর্থাৎ বিপুল পরিমাণ নোংরা এতে ফেলার ফলে এই নদীটি বিষাক্ত হয়ে উঠেছে৷ এর ফলে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে এটি থেকে৷ (ছবি: পিক্সাবে)