১৫ দিন আগে হওয়া রাস্তা ধুয়ে গেল ১৫ মিনিটের বৃষ্টিতে। রাস্তায় প্রবল ধস। দাঁড়িয়ে থাকা ট্রাক্টর বসে গেল মাটিতে।
2/ 5
গ্রেটর নয়ডার প্রশাসনের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।
3/ 5
কিষাণ একতা সংঘ রাস্তার এমন দুর্দশার জন্য তদন্তের দাবি করেছে। তাঁদের দাবি, মাত্র একদিনের বৃষ্টিতে রাস্তা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। বহু জায়গা ধস নেমেছে।
4/ 5
ওই সড়ক নির্মাণ করা ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে কিষাণ একতা সংঘ। ধসের কারণে এদিন বড়সড় দুর্ঘটনা হতে পারত বলে দাবি করেছেন বাসিন্দারা।
5/ 5
১৫ দিন আগে নির্মাণ হওয়া সড়ক ট্রাক্টর, ট্রাকের ওজন নিতে পারছে না। বৃষ্টিতে পুরো রাস্তাই ধুয়ে সাফ হয়ে গিয়েছে।