আগামিকাল বিপত্তারিণী পুজো, এই সহজ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন, সব বিপদ কেটে যাবে
Last Updated:
advertisement
♦ বিপত্তারিণী পুজো মানেই ছোটবেলায় প্রধান আকর্ষণ ছিল দুর্বা ঘাসের সঙ্গে বাঁধা হাতের লাল তাগা ৷ ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস, এই তাগা হাতে পরলে তাঁকে কোনও বিপদ স্পর্শ করতে পরে না ৷ তাই বিপত্তারিণী পুজোর শেষে সকলেই হাতে ওই তাগা বাঁধেন ৷ মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি পরেন ৷ বিপত্তারিণী পুজোর উপাদান খুবই সামান্য ৷ সেই আচার পালন করলেই ফললাভ হয় বলে বিশ্বাস ৷
advertisement
♦ দেবী বিপত্তারিণীর রূপের সঙ্গে দেবী সংকটতারিণী বা মাতা সংকটার সাদৃশ্য রয়েছে। কোথাও তিনি শঙ্খ-চক্র-শূল ও অসিহস্তা স্বর্ণবর্ণা ত্রিনয়না, আবার কোথাও তিনি খড়গ-শূল-বরাভয়ধারিণী লোলজিহ্বা ঘোরকৃষ্ণা। পূজার উপকরণের পুষ্প, ফল, ইত্যাদি সবকিছুই ১৩টি করে নিবেদন করার নিয়ম। এমনকি হাতে ধারণ করার রক্তসুতোটিতেও ১৩টি গ্রন্থি দেওয়ার বিধান রয়েছে। ঘট‚ আমের পল্লব‚ শীষ সমেত ডাব‚ একটি নৈবেদ্য‚ তেরোরকম ফুল‚ দু ভাগে কাটা তেরো রকম ফল । আলাদা চুবড়িতে তেরোটা গোটা ফল‚ তেরো গাছি লালসুতো‚ তেরোটি দুর্বা‚ তেরোটি পান ও তেরোটি সুপুরি দিতে হয় ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
