

আজ রাখি। তবে করোনা পরিস্থিতিতে সব ফিকে। উধাও উৎসবের মেজাজ। সারা বছর ধরে ভাই-বোনেরা অপেক্ষা করে বসে থাকেন দুটি দিনের জন্য -‘ভাইফোঁটা’এবং ‘রাখি’৷ ভাইয়ের মঙ্গল কামনায় বোন কিংবা দিদি তাঁদের হাতে পবিত্র সুতো বেঁধে দেন ৷


পুরাণ এবং বিভিন্ন পৌরাণিক বই ঘেঁটে দেখলে জানা যায় যে, ‘রাখি বন্ধন’ উৎসবটি হাল আমলের নয় ৷ সেই বৈদিক যুগ থেকেই চলে আসছে এই উৎসব ৷


এখন সেই উৎসব শুধু ভাই এবং বোনেদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলেই বহুল প্রচারিত ৷ তবে অনেকেই ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন ৷ কিন্তু কেউ কোনও মন্ত্রোচ্চারণ করেন না ৷


কিন্তু শাস্ত্রমতে, ভাইয়ের হাতে রাখি পরানোর সময় ‘ওঁ ত্রায়ুষম জমদগ্রে: কশ্যপস্য ত্রায়ুষম ৷ য়হেবেষু ত্রায়ুষম তন্ত্রো অস্তু ত্রায়ুষম ৷৷’এই মন্ত্রের জপ করা উচিত ৷ এই মন্ত্রটি জপ করলে ভাইয়ের মঙ্গল হয় ও শ্রীবৃদ্ধি ঘটে।


এ বছর ৩ অগস্ট, সোমবার পড়েছে রাখি পূর্ণিমা। রাখির শুভ তিথি থাকবে ১১ ঘণ্টা ৪৯ মিনিট। অর্থাৎ সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত । পূর্ণিমা পড়ছে ২ অগাস্ট রাত ৯টা ২৮ মিনিটে । পূর্ণিমা শেষ হচ্ছে ৩ অগাস্ট রাত ৯টা ২৮ মিনিটে । অপরাহ্নের সময় রাখি অনুষ্ঠানের সময় দুপুর ১টা ৪৮ থেকে বিকেল ৪টে ২৯ পর্যন্ত, ২ ঘণ্টা ৪১ মিনিট । প্রদোষ কালে রাখির অনুষ্ঠানের সময় সন্ধে ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত, ২ ঘণ্টা ৭ মিনিট ।